জাতীয়

প্রকৃতির বিচারে বাংলাদেশে ক্ষতি কম হতে পারে

সভ্যতার নামে মানবজাতি প্রকৃতির ওপর যে জুলুম করেছে সেই বিবেচনায় করোনার মতো পরিস্থিতিতে প্রকৃতি বাংলাদেশে কম শাস্তি দিতে পারে বলে মনে করেন, অর্থনীতিবিদ, উন্নয়ন বিশ্লেষক ও বাংলাদশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ।

Advertisement

তিনি বলেন, প্রকৃতির ওপর জুলুম করলে সময়ে সময়ে তার বদলা নেয়। আর সেটা মহামারির মধ্য দিয়েও হতে পারে।

করোনাকালীন পরিস্থিতি নিয়ে জাগো নিউজের কাছে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন ড. ইব্রাহিম খালেদ।

তিনি বলেন, ‘মানুষ উন্নয়নের নামে বেপরোয়াভাবে পরিবেশ-প্রকৃতির ওপর জুলুম করেছে। এই জুলুম ইউরোপ-আমেরিকার মতো উন্নত বিশ্ব বেশি করেছে। আজ আমরা প্রকৃতির বিচার দেখছি। শিল্প উন্নয়নের নামে ইউরোপ-আমেরিকা গোটা দুনিয়াকে শুষে নিয়েছে। নির্বিচারে বন উজার করেছে। জ্বালানি পুড়ে পৃথিবীকে বিষিয়ে তুলেছে। মানবকল্যাণের পরিবর্তে মানুষ মারার যন্ত্র বানাতে মত্ত থেকেছে। অথচ সেই উন্নত বিশ্ব আজ পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এটি প্রকৃতির শিক্ষা। অতিকায় ক্ষুদ্র একটি ভাইরাসের কাছে মানুষ কত অসহায়, তা মানুষ হারে হারে টের পাচ্ছে।’

Advertisement

বাংলাদেশ প্রসঙ্গে এই বিশ্লেষক বলেন, ‘অনিয়ন্ত্রিত উন্নয়নের জন্য বাংলাদেশও কিছুটা দায়ী। অথচ, আজ সেই উন্নয়ন প্রায় থমকে গেছে। তবে বাংলাদেশের মতো দেশগুলো প্রকৃতির ওপর কম জুলুম করেছে। আর আপাতদৃষ্টিতে বাংলাদেশে করোনার প্রভাব এখনো কিছুটা কম। করোনার ক্ষতি বাংলাদেশে কিছুটা কম হবে বলে বিশ্বাস।’

তিনি বলেন, ‘নিয়ন্ত্রিত লকডাউন রেখে গ্রামকে মুক্ত রাখতে হবে। গ্রাম, কৃষি মুক্ত না রাখলে দুর্ভিক্ষ দেখা হবে। আর এটি হলে করোনার চেয়েও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। কৃষক এবং উদ্যোক্তাদের যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।

এএসএস/বিএ/এমকেএইচ

Advertisement