রংপুরের ৩ জেলায় নতুন করে এক চিকিৎসকসহ আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
Advertisement
এতে দিনাজপুর সদর উপজেলার একজন, গাইবান্ধার সাঘাটা উপজেলার একজন এবং রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনা শনাক্ত হয়েছেন। এর আগে গত শনিবার ওই হাসপাতালের আরও এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরন্নবী লাইজু। এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্ত বেড়ে ৫১ জনে দাঁড়াল।
এদের মধ্যে গাইবান্ধায় ১৪ জন, দিনাজপুরে ১১, নীলফামারীতে ৯, ঠাকুরগাঁওয়ে ৬, রংপুরে ৬, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২ এবং পঞ্চগড়ে ১ জন রয়েছেন।
Advertisement
জীতু কবির/এমএএস/এমএস