যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেলেন দিনাজপুরের ফুলবাড়ি থানাধীন বড়পুকুরিয়া এলাকার বাসিন্দা শাহ জালাল। তিনি এ ভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ মার্চ কুইন্স হাসপাতালে ভর্তি হন। গত এক সপ্তাহ ধরে কর্তব্যরত চিকিৎসকরা তার অবাধে বায়ু-চলাচলের ব্যবস্থা করেছিলেন। স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে মারা যান।
Advertisement
শাহ জালালের গ্রামের বাড়ি ফুলবাড়ি থানাধীন (অনেকের মতে পার্বতীপুর) বড়পুকুরিয়া এলাকার পাতরা পাড়ায়। মৃত্যুকালে তার হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রীসহ দুটি নাবালক ছেলে-মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিউইয়র্কে অবস্থানকালে তিনি দিনাজপুর জেলা সমিতির একজন সক্রিয় সদস্য ছিলেন।
রোববার সকাল ১০টায় নিউজার্সির মার্লবোরো মুসলিম কবরস্থানে মরহুম শাহ জালালের লাশ দাফন করা হবে বলে জানান দিনাজপুর জেলা সমিতির অন্যতম সদস্য আইনজীবি শাহ বখতিয়ার ও সাংগঠনিক সম্পাদক তারেক জাহেরি। এছাড়াও এ বিষয়টি নিশ্চিত করেছেন শাহ জালালের ঘনিষ্ঠ বন্ধু পেনসিলভানিয়া প্রবাসী আজিম উদ্দিন।
এ সময় তিনি নিহত শাহ জালালের পরিবারের পাশেই ছিলেন। মৃত্যুর খবর পেয়ে তিনি পেনসিলভানিয়া থেকে ছুটে আসেন বন্ধুর পরিবারের পাশে। তিনি জানান, মরহুম শাহ জালালের লাশ দাফনের সকল ব্যবস্থা চূড়ান্ত হয়েছে। নিউইয়র্কস্থ দিনাজপুর জেলা সমিতি এবং তার শ্বশুর বাড়ির এলাকা আলমডাঙ্গা সমিতির কর্মকর্তারা সহযোগিতা করারা প্রস্তাব দিয়েছেন, কিন্তু তার পরিবার নিজেদের প্রচেষ্টায় দাফন সম্পন্ন করবেন বলে জানান তিনি।
Advertisement
এদিকে নিউইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটির কেনা নিউ জার্সির মার্লবোরো মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে প্রবাসী দিনাজপুরবাসীসহ নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
এমআরএম/এমকেএইচ