করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে আক্রান্ত হয়ে দুই হাজারের বেশি মানুষ। লকডাউনের কারণে কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ।
Advertisement
অনেকের জন্য তিনবেলার খাবার জোগার করাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাদের পাশে এসে দাঁড়িয়েছে জাগো নিউজ।
পাঠকদের দেওয়া আর্থিক সহায়তার মাধ্যমে দুর্গত মানুষের কাছে কিছু খাবার উপহার হিসেবে পৌঁছে দিতে চায় জাগো নিউজ।
এই ঠিকানা থেকে https://www.jagonews24.com/donation/request যে কেউ খাবার সহায়তার জন্য আবেদন করতে পারবেন।
Advertisement
এ প্রসঙ্গে জাগো নিউজ এর ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, শ্রমজীবী মানুষজন খুব কষ্টে দিন কাটাচ্ছেন। আমরা তাদের পাশে দাঁড়াতে চাই।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমরা পাঠকদের পাঠানো আর্থিক সহযোগিতা পেয়েছি। যা দিয়ে প্রাথমিক ভাবে ৩০০ পরিবারের ৭ দিনের খাওয়ার মত খাবার উপহার হিসেবে তাদের বাড়িতে পৌঁছে দেব।
জাগো মানবতা শীর্ষক এই উদ্যোগে https://www.jagonews24.com/donation ওয়েবসাইটে বিশ্বের যে কোন প্রান্ত থেকে মানুষ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ ও রকেট এর মাধ্যমে অনুদান দিতে পারবেন।
এতে সহযোগী হিসেবে রয়েছে আমার পে এবং অথবা ডটকম।
Advertisement
এএ