গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জুরুল ইসলাম লিটনকে গাইবান্ধা আদালতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে নেয়া হয়।গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফের আদালতে এমপি লিটনের জামিন আবেদনের শুনানি চলছে। এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।উল্লেখ্য, বুধবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে লিটনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে রাত সোয়া ১১টার দিকে গাইবান্ধা পুলিশের কাছে তুলে দেয়া হয় তাকে। এ সময় দু`টি মাইক্রোতে করে ডিবি কার্যালয় থেকে বের করে নেয়া হয় তাকে। পেছনের একটি গাড়িতে ছিলেন লিটনের স্ত্রী।ডিএমপির ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বলেন, আদালতের নির্দেশনার পর থেকেই এমপি লিটন নজরদারিতে ছিলেন।অমিত দাশ/এসএস/এমএস
Advertisement