দেশজুড়ে

টাঙ্গাইলে আরও একজন করোনায় আক্রান্ত

টাঙ্গাইলে নতুন করে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ি ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামে। এ নিয়ে টাঙ্গাইলে মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলো। নতুন আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জে চাকরি করতেন।

Advertisement

রোববার (১৯ এপ্রিল) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার (১৮ এপ্রিল) টাঙ্গাইল থেকে ৫১ জনের নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০৩ জনের। যার মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ভূঞাপুরে পাঁচজন, নাগরপুরে তিনজন, মির্জাপুরে একজন, ঘাটাইলে একজন ও মধুপুরের একজন রয়েছেন।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর

Advertisement