বর্ষার আগেই হাওর এলাকার বাঁধগুলো মেরামতে মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। রোববার (১৯ এপ্রিল) পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আসন্ন বর্ষা মৌসুমে দেশের ঝুকিপূর্ণ এলাকার বন্যা নিয়ন্ত্রণকল্পে করণীয় সম্পর্কে আলোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি।
Advertisement
সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বর্ষা সমাগত হওয়ার আগেই আমাদের প্রকল্পগুলো বিশেষ করে হাওড় এলাকার বাঁধগুলোর দিকে মনোযোগী হতে হবে। এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে যা বন্যার আঘাত আসার পূর্বেই কৃষকের ঘরে তুলতে হবে। প্রয়োজনে স্থানীয় দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমকে উৎসাহিত করতে হবে।
এ সময় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,পানি সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, যুগ্মসচিব (পরিকল্পনা) মন্টু কুমার বিশ্বাস, পাউবো মহাপরিচালক এ এম আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, নদীভাঙন ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সে এলাকার সংশ্লিষ্ট প্রকৌশলী ও কন্ট্রাকটারদের সঙ্গে সমন্বয় করে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। মাঠ পর্যায়ে সবার স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, জীবাণুনাশক নিশ্চিত করে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ অব্যাহত রাখতে হবে।
Advertisement
এমইউএইচ/এএইচ/এমএফ/জেআইএম/এমকেএইচ