আন্তর্জাতিক

সৌদিকে ব্ল্যাক হক হেলিকপ্টার দিচ্ছে আমেরিকা

সৌদি আরবের কাছে ব্ল্যাক হক হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। ইয়েমেনের বিরুদ্ধে যখন বোমা হামলা চালাচ্ছে ঠিক তখনই দেশটির কাছে ৪৫ কোটি ডলারের ব্ল্যাক হক হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিল আমেরিকা।পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বলেছে, সৌদি আরবকে নিরাপত্তা দেয়ার জন্য হেলিকপ্টার বিক্রির এ চুক্তি করা হয়েছে। সৌদি আরব নয়টি হেলিকপ্টারের জন্য অনুরোধ করেছিল।বিদেশে আমেরিকার অস্ত্র বিক্রির বিষয়টি নজরদারি করে ডিএসসিএ।  ইউএইচ-৬০এম ব্ল্যক হক হেলিকপ্টারের ইঞ্জিন তৈরি করেছে মার্কিন জেনারেল ইলেকট্রিক কোম্পানি এবং এতে জিপিএস এবং ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা বসানো আছে।ডিএসসিএ আরো বলেছে, রাজকীয় সৌদি পদাতিক বাহিনী এ হেলিকপ্টার সন্ত্রাসবিরোধী এবং সামরিক অভিযানসহ অন্যান্য তৎপরতায় ব্যবহার করবে।আরএস/এমএস

Advertisement