সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে চলছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। দিনের শুরতে সূচকের নিম্নমুখী থাকলেও পরে তা ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা যাচ্ছে। প্রথম ঘণ্টায় বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৭৩০ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৯ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৭৯০ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ১১৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮০০ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৭৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৬৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০ কোটি ৬৬ লাখ টাকা।উলেক্ষ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৬৩ পয়েন্ট। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ পতন। এর আগে গত ৮ জুন ডিএস্ই’র প্রধান সূচক ৭৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪২ পয়েন্টে অবস্থান করে। এদিকে গত সপ্তাহের পতনের ধারাবাহিকতা চলতি সপ্তাহেও অব্যাহত রয়েছে। এ সপ্তাহে রোববার বড় দরপতনের পর সোমবার শেয়ারবাজারে সূচক ঘুরে দাঁড়ালেও একদিন পর মঙ্গলবার মিশ্র প্রবণতায় শেষ হয় লেনদেন। তার একদির পর বুধবার আবারও বড় দরপতন হয় শেয়ারবাজারে।এসআই/এআরএস/এমএস
Advertisement