ধর্ম

রমজানের আগ পর্যন্ত মক্কা-মদিনায় নামাজ পড়াবেন যারা

চলছে বেশ্বিক মহামারি। এরই মাঝে ঘনিয়ে আসছে রহমতের বার্তাবাহী মাস রমজান। চাঁদ দেখার ওপর নির্ভর করেই শুরু হবে রমজান। চাঁদের হিসেবে সৌদি আরবে ২৩ কিংবা ২৪ এপ্রিল হবে প্রথম রমজান। রমজানের আগ পর্যন্ত কাবা শরিফ ও মদিনায় এ পাঁচ দিনের নামাজের ইমামদের নাম ঘোষণা করেছেন হারামাইন কর্তৃপক্ষ।

Advertisement

১৯ এপ্রিল (রোববার) থেকে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত এ ৫ দিন যারা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে নামাজের ইমামতি করবেন তারা হলেন-

>> ১৯ এপ্রিল, রোববার : শায়খ ড. আব্দুল্লাহ আওয়াদ আল-জুহানি। >>২০ এপ্রিল, সোমবার : শায়খ ড. ফায়সাল জামিল গাজাওয়ি। >> ২১ এপ্রিল , মঙ্গলবার : শায়খ ইয়াসির ইবনে রাশেদ আল-দুসাইরি।>> ২২ এপ্রিল, বুধবার : শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়ায়ক্বিলি।>> ২৩ এপ্রিল, বৃহস্পতিবার : শায়খ ড. বান্দার বিন আব্দুল আজিজ বালিলাহ।

মদিনার মসজিদে নববিতে নামাজ পড়াবেন-ফজর : শায়খ ড. আব্দুল বারি আওয়াদ বিন আলি আল-থুবাইতি।জোহর : শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বুয়াইজান।আসর : শায়খ ড. আব্দুল মুহসিন আল-কাসিম।মাগরিব : শায়খ ড. খালিদ বিন সুলাইমান মুহান্না।ইশা : শায়খ ড. আহমদ বিন আলি হুজাইফি।

Advertisement

উল্লেখ্য, ৫দিন পরেই শুরু হবে রহমতের বার্তাবাহী মাস রমজান। রমজানের আগ পর্যন্ত এ পাঁচদিন কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে স্বল্প পরিসরে অনুষ্ঠিত নামাজের ইমামতি করবেন সম্মানিত এ পাঁচ ইমাম।

এমএমএস/জেআইএম