জাতীয়

ট্রাস্ট আইন বাতিল ও চাকরি জাতীয় করণের দাবি

ট্রাস্ট আইন বাতিল ও চাকরি জাতীয় করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (বিসিএইচসিপিএ)। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার কাজ আমরা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) করছি। মহিলা সিএইচসিপি-রা সিএসবি প্রশিক্ষণ গ্রহণ করে প্রায় ২৫০ থেকে ২৭০টি কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভারী সফলভাবে করেছেন। আমাদের চাকরির বয়স প্রায় চার বছর কিন্তু দুঃখের বিষয় এ চার বছরে আমাদের ইনক্রিমেন্টসহ সরকারি অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে।বক্তারা আরো বলেন, সিএইচসিপিদের চাকরি জাতীয়করণই পারে কমিউনিটি ক্লিনিকের সফলতার চাকা ঘুরাতে, অন্যথায় কমিউনিটি ক্লিনিক একদিন কালের গর্ভে হারিয়ে যাবে।প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে তারা বলেন, অতি দ্রুততম সময়ের মধ্যে সকল সিএইচসিপিদের চাকরি জাতীয়করণ এবং ট্রাস্ট আইন বাতিলের মাধ্যমে আমাদের মাঝে বিরাজমান হতাশার কালো মেঘ দূর করার ব্যবস্থা করুন।সংগঠনের সভাপতি কামাল হোসেইন সরকারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সংগঠনের মহাসচিব আফাজ উদ্দিন লিটনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা কমিটির সিএইচসিপিবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।এএস/জেডএইচ/আরএস/এমএস

Advertisement