রাজনীতি

২০০ পরিবার ও দেড়শ পথচারীকে খাবার দিয়েছে রনি

চলমান করোনা পরিস্থিতিতে প্রায় ২০০ দরিদ্র পরিবার ও দেড়শ পথচারীর কাছে খাবার পৌঁছে দিয়েছে তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের নেতা আব্দুর রহমান রনি। রাজধানীর মিরপুরে টোলারবাগ, এক নম্বর, কল্যাণপুর ও মধ্য পাইকপাড়া এলাকায় ঘুরে ঘুরে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তেজগাও কলেজের অনার্স তৃতীয় বর্ষের এই ছাত্র।

Advertisement

মিরপুর ১১ নম্বর ওয়ার্ডের সড়ক ও জনপথ স্টাফ কোয়ার্টারে সরকারি কর্মকর্তা বাবার সঙ্গেই থাকেন রনি। এই ওয়ার্ড শাখা ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার সুবাদে স্থানীয় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা। ২০১৪ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। সে সময় থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন রনি। দেশে করোনাভাইরাসে আক্রান্ত নিম্ন শ্রেণির মানুষেরা যখন দিশেহারা তখন আব্দুর রহমান রনি তার জন্মদিনের টাকায় ২০০ অসহায় মানুষের মাঝে চাল, ডাল আলু, পেঁয়াজ, তৈল, হাত ধোয়ার সাবান মাস্ক বিতরণ করেন।

আব্দুর রহমান রনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রতি আমার আহ্বান, করোনাভাইরাস মোকাবিলায় নিজে সুস্থ ও সচেতন হই এবং অন্যকে করি। প্রতি ২০ মিনিট পরপর সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করি। নাক মুখ ও চোখে হাত দেয়া থেকে বিরত থাকি। নিজের আশপাশের মানুষগুলোর খোঁজ-খবর নেই। নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই। অতি প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাই। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী হোম কোয়ারেন্টাইন মেনে চলি।’

করোনাভাইরাস মোকাবিলায় আতঙ্কিত না হয়ে সরকারের বিভিন্ন নির্দেশনা মেনে চলার আহ্বান জানান এই ছাত্রলীগ নেতা।

Advertisement

এইউএ/এসআর/পিআর