জাতীয়

কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭, মৃত ২

আসাদুজ্জামান সুমন, ঢাকা দক্ষিণ

Advertisement

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে কেরানীগঞ্জ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭ জনে। আর এতে মৃত্যু হয়েছে দুজনের।

শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, আক্রান্তরা উপজেলার জিনজিরা, আঁগানগর, কোন্ডা ও কালিন্দী ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে দুজন নারী বাকিরা পুরষ। তাদের বয়স ৩০ থেকে ৫০ বছর।

Advertisement

ডা. মোবারক জানান, শনিবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত পরীক্ষার ফলাফলের মাধ্যমে দুুই নারীসহ ওই পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আইডিসিআরের নির্দেশনা অনুযায়ী তাদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে করোনা আক্রান্তদের স্বজনদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া কেরানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকিও বাড়ছে।

গত ১৪ দিনে এ উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং গত মঙ্গলবার শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা ৮০ বছর বয়সী এক বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এরপর আরও একজন করোনায় মারা গেছেন বলেন জানান ডা. মোবারক।

তিনি বলেন, আক্রান্তদের এলাকাগুলোয় বসবাসরত মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখভাল করছি। আর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো উপজেলা প্রশাসন দেখবে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

Advertisement

এমএসএইচ