করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা পর্যায়ে নার্সিং কার্যক্রম পর্যবেক্ষণ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর।
Advertisement
শনিবার (১৮ এপ্রিল) অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সিদ্দিক আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, দেশে করোনাভাইরাস সংক্রমণ সংকট মোকাবিলায় প্রতিটি জেলা-উপজেলা ও সীমান্ত এলাকায় কর্মরত নার্সদের কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- অধ্যক্ষ নার্সিং কলেজ/নার্সিং ইনস্টিটিউট/ইনস্ট্রাক্টর ইনচার্জ নার্সিং ইনস্টিটিউট, সেবা তত্ত্বাবধায়ক/অপ সেবা তত্ত্বাবধায়ক/নার্সিং সুপারভাইজার বা উপযুক্ত প্রতিনিধি ও জেলা পাবলিক হেলথ নার্স। নার্সিং কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিটি জেলা পর্যায়ে নার্সিং পর্যবেক্ষণ কমিটি গঠন করে কমিটির অনুলিপি ই-মেইলের মাধ্যমে নার্সিং অধিদফতরের জন্য নির্দেশ প্রদান করা হয়।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, কর্তব্যরত নার্সদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) নিশ্চিতকরণ, নার্সদের আবাসন, যাতায়াত ও খাদ্যসহ অন্যান্য যেকোনো সমস্যা সমাধানের স্থানীয় কর্তৃপক্ষের (সিভিল সার্জন তত্ত্বাবধায়ক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা) সাথে সমন্বয়পূর্বক সমস্যার সমাধান, প্রযোজ্য ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য সরাসরি ডিজিএনএম অফিসের সাথে যোগাযোগ করা, নার্সিং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কমিটি সকল সিনিয়র স্টাফ নার্স স্টাফ নার্সদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক স্থাপন, তাদের কথা শুনে ও সঠিক নির্দেশনা প্রদান নিশ্চিত করা ইত্যাদি।
Advertisement
এমইউ/এমএসএইচ