দেশজুড়ে

হাজারো মানুষের মাঝে ফ্রি সবজি বিতরণ

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে বসেছে ফ্রি সবজি বাজার।

Advertisement

এই বাজার থেকে এক হাজার মানুষ ফ্রিতে সবজি নিয়েছেন। বরমচাল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এ সবজি বাজার বসে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ফ্রি সবজি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, নিজেরা চাঁদা তুলে আশপাশের বিভিন্ন এলাকা থেকে সবজি কিনে এনে মাঠে জমা করেন। আগের ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময়ে শুরু হয় বাজার কার্যক্রম। বাজারে ৫০০ লাউ এবং ৫০০ কুমড়ার পাশাপাশি বেগুন, টমেটো ও আলু রাখা হয়। জনপ্রতি একটি লাউ বা কুমড়া এবং সঙ্গে বেগুন, টমেটো ও আলু দেয়া হয়।

লাইনে দাঁড়িয়ে সবজি নিয়েছেন হারুন মিয়া। তিনি বলেন, আয়-রোজগার নেই। বাজারেও যেতে পারছি না। আলু খেতে খেতে বিরক্ত হয়ে গেছে স্ত্রী-সন্তান। এ সময় চার জাতের সবজি পেয়ে ভালো লাগছে।

Advertisement

রিকশাচালক কুটি মিয়া বলেন, এই সময়ে যা পাচ্ছি তা অনেক। এলাকার ছেলেরা এমন আয়োজন করেছে শুনে সকাল-সকাল এসে লাইনে দাঁড়িয়েছি। এসব সবজি ৩-৪ দিন ভালোভাবে খেতে পারব।

বাজারের আয়োজকরা জানান, সম্মিলিতভাবে এর আগে প্রায় আড়াইশ পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি ডাল, দুই কেজি পেঁয়াজ, এক কেজি লবণ ও এক পিস সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আগামীতেও খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক সাইদুল হাসান সিপন, কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আহসান রাব্বী মিরাজ, সাংবাদিক এনামুল আলম, যুক্তরাষ্ট্রপ্রবাসী নাজমুল ইসলাম, ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব, পর্তুগালপ্রবাসী অদুদ মিয়া সুমন, কুয়েতপ্রবাসী হেলাল আহমদ, ব্যবসায়ী হাসান আহমদ লিটন ও প্রবাসী শামীম আহমদ প্রমুখ।

রিপন দে/এএম/পিআর

Advertisement