দেশজুড়ে

চাল চুরিতে ধরা পড়ে ইউপি সদস্য কারাগারে

ফেনীতে ভিজিএফের চাল চুরির ঘটনায় নাছির উদ্দিন নামের এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

শনিবার (১৮ এপ্রিল) জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মহিউদ্দিন বাদী হয়ে মামলা করার পর ওই ইউপি সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে শুক্রবার রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বটতলা বাজারের একটি দর্জি দোকান থেকে ৩০ কেজি ওজনের তিন বস্তা চাল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ধর্মপুর ইউনিয়নের বটতলা বাজারে অভিযান চালায়। এ সময় একটি দর্জি দোকান থেকে তিন বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। তাৎক্ষণিক দর্জি দোকানির দেয়া তথ্যমতে ধর্মপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার নাছির উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন বাদী হয়ে মেম্বারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগে মামলা করলে তাকে কারাগারে পাঠানো হয়।

Advertisement

গায়েন্দা পুলিশের ওসি এএনএম নুরুজ্জামান বলেন, চাল উদ্ধারের ঘটনায় নাছির মেম্বারের বিরুদ্ধে মামলা দায়েরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রাশেদুল হাসান/এএম/জেআইএম