দেশজুড়ে

মধুপুরে হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে ভর্তির ঘণ্টা খানেকের মধ্যে এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। ওই বৃদ্ধ মধুপুর পৌরসভার আকাশী এলাকার বাসিন্দা।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন।

ডা. রুবিনা ইয়াসমিন জানান, শনিবার সকাল ৯টার দিকে তাকে ভর্তি করা হয়। পরে সোয়া ১০টার দিকে তিনি মারা যান। তার পাতলা পায়খানা ও শ্বাসকষ্ট ছিল। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমকেএইচ

Advertisement