জাতীয়

বসেছে করোনাকালের সংক্ষিপ্ত সংসদ অধিবেশন

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ব্যতিক্রমী সংসদ অধিবেশন আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় শুরু হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তম এ অধিবেশনে অংশ নিয়েছেন।

Advertisement

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন ঘণ্টাখানেক চলার পর শেষ হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় বাছাইকৃত এমপিদের নিয়ে সম্ভব সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এটি শুরু হয়। অধিকাংশ এমপি মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে অধিবেশনে বসেছেন।

এই অধিবেশনে অপেক্ষাকৃত তরুণ ও ঢাকায় আছেন এমন এমপিদের অংশগ্রহণে উৎসাহিত করা হয়েছে। এছাড়া সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে বসার সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে।

এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে আবার সংসদ বসার বাধ্যবাধকতা সংবিধানে রয়েছে। সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিল সংসদের অধিবেশনটি বসলো।

Advertisement

এইচএস/এইচএ/এমকেএইচ