স্বাস্থ্য

ঢাকার বাইরে করোনা চিকিৎসায় ডায়ালাইসিস বেড শূন্য

রাজধানীসহ সারাদেশে করোনা রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ছয় হাজার ৭২৬টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। মোট আইসোলেশন বেডের মধ্যে সর্বোচ্চসংখ্যক এক হাজার ৫৫০টি বেড রাজধানী ঢাকায়। অবশিষ্ট বেডগুলো ঢাকা বিভাগসহ অন্যান্য বিভাগে প্রস্তুত রয়েছে।

Advertisement

এসব হাসপাতাল ও স্বাস্থ্য স্থাপনায় মুমূর্ষু রোগীদের চিকিৎসায় মোট ১৯২টি আইসিইউ বেডও প্রস্তুত রাখা হয়েছে। মোট আইসিইউ বেডের সর্বাধিক ৭৯টি রাজধানী ঢাকার হাসপাতালে।

জানা গেছে, করোনা আক্রান্ত রোগীদের মধ্যে যারা জটিল কিডনি রোগে ভুগছেন কিংবা ডায়ালাইসিস প্রয়োজন তাদের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪০টি ডায়ালাইসিস বেড ছাড়া অন্য কোথাও এ ধরনের বেড নেই। ফলে ঢাকার বাইরে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে কিডনি রোগীরা ডায়ালাইসিস সেবা পাবেন না।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, সারাদেশে প্রস্তুতকৃত ছয় হাজার ৭২৬টি বেডের মধ্যে রাজধানী ঢাকায় এক হাজার ৫৫০টি ছাড়া ঢাকা বিভাগে ৮০৬, চট্টগ্রামে ৯৬৫, ময়মনসিংহে ২৮০, বরিশালে ৪১৩, সিলেটে ৩৪৮, রাজশাহীতে ৭৭৪, খুলনায় ৭৬৩ ও রংপুরে ৮২৭ বেড রয়েছে।

Advertisement

একইভাবে সারাদেশে প্রস্তুতকৃত ১৯২টি আইসিইউ বেডের মধ্যে ঢাকায় ৭৯টি ছাড়া অন্যান্য বিভাগ যেমন- ঢাকা ১০, চট্টগ্রাম ২২, ময়মনসিংহ ৫, বরিশাল ১০, সিলেট ১১, রাজশাহী ২২, খুলনা ১৮ ও রংপুরে ১৩টি বেড রয়েছে। এছাড়া শুধু ঢাকায় ৪০টি কিডনি ডায়ালাইসিস বেড রয়েছে।

এমইউ/এএইচ/জেআইএম