দেশজুড়ে

মন্ত্রিসভা নিয়ে কটূক্তি, ডিজিটাল আইনে শিবির নেতা গ্রেফতার

ফেসবুকে বাংলাদেশের স্বাধীনতা ও মন্ত্রিসভা নিয়ে কটূক্তি, সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে বগুড়ায় ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

শুক্রবার রাতে সাইবার পুলিশ বগুড়া ইউনিটের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আহম্মেদ সাব্বির (২৮) শাজাহানপুর উপজেলার শিয়ালচাপুর গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। তিনি ওই এলাকার ছাত্রশিবিরের সাথী। শনিবার বিকেলে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গ্রেফতার সাব্বিরের বাবা আনিসুর রহমান মৃত্যুুর আগ পর্যন্ত শাজাহানপুর উপজেলা জামাতের আমির ছিলেন। ২০১৩-২০১৪ সালে নাশকতার ঘটনায় করা মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালে আনিসুর রহমান মারা যান।

সাব্বির ২০০৬ সালে শিবিরের সাথী হন। বাংলাদেশের স্বাধীনতা ও মন্ত্রিসভা নিয়ে কটূক্তি, সরকারবিরোধী গুজব ও বিভিন্ন উসকানিমূলক পোস্ট ফেসবুকে দিচ্ছিলেন তিনি। পরে বগুড়া সাইবার পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে শুক্রবার শাজাহানপুর উপজেলার শিয়ালচাপুর গ্রামে সাব্বিরের বাড়িতে অভিযান চালানো হয়। সেই সঙ্গে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

এরপর তার কাছে থাকা দুটি সিমকার্ডসহ একটি স্মার্টফোন ও আলতাফুন্নেছা খেলার মাঠ লেনের জিএস ভবনের অফিসে রক্ষিত একটি কম্পিউটার উদ্ধার করা হয়। তার ফেসবুক পেজগুলোর ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে শনিবার বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে তার ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।

এএম/এমকেএইচ