রাজনীতি

ঐক্য ছাড়া জাতির অস্তিত্ব বিপন্ন হবে

করোনাভাইরাস পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে না উঠলে জাতির অস্তিত্ব বিপন্ন হবে বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

Advertisement

শনিবার (১৮ এপ্রিল) দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে দুই নেতা বলেন, করোনার মধ্যে বিদেশিরা দ্রুত দেশ ত্যাগ করায় চরম সংকটময় পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। করোনা সংকটের ভয়াবহতা এবং এর স্বরূপ উপলব্ধি করতে ব্যর্থ হওয়ায় সরকার দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে এ সংকট মোকাবেলা করতে চাচ্ছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লৌহকঠিন জাতীয় ঐক্য গড়ে উঠেছিলো, শুধু দলীয় দৃষ্টিভঙ্গির কারণে সে ঐক্য বিনষ্ট হওয়ায় জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে।

জেএসডি নেতাদ্বয় বলেন, বর্তমানেও করোনার ভয়াবহতায় জনগণের মাঝে যে ঐক্য গড়ে উঠেছে সরকারের দলীয় সংকীর্ণ মানসিকতায় সে ঐক্য যেন বিনষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখেই জরুরি ভিত্তিতে রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক শক্তি নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্য ছাড়া জাতির অস্তিত্ব মারাত্মক হুমকিতে পড়বে। দোষারোপের রাজনীতি, আত্মম্ভরিতার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দ্রুত উদ্যোগ নিতে হবে।

এইউএ/এইচএ/এমকেএইচ

Advertisement