করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত সময়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আওতাধীন শিল্পনগরীতে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য, করোনা প্রতিরোধকমূলক পণ্য এবং ওষুধ সামগ্রী উৎপাদন, সরবরাহ ও মনিটরিংয়ে জড়িত সংশ্লিষ্টদের অগ্রাধিকারভিত্তিতে চিকিৎসা সেবা প্রদানের অনুরোধ জানিয়েছে বিসিক।
Advertisement
বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি ১৬ এপ্রিল এ বিষয়ে অনুরোধ জানিয়ে দেশের সব মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে নিজস্ব ব্যবস্থাপনায় করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে বিসিকের ৭৬টি শিল্পনগরীর অনেক শিল্প প্রতিষ্ঠান নিয়মিতভাবে পিপিই, হ্যান্ডস্যানিটাইজার, অক্সিজেন, মাস্ক, সাবান ও জীবানুনাশক, ফ্লোর ক্লিনার, নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য, কৃষিজাত পণ্য, কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কীটনাশক, সার ও ওষুধ সামগ্রীসহ আরও অনেক ধরনের প্রয়োজনীয় উপকরণ উৎপাদন অব্যাহত রেখেছে।
Advertisement
এক্ষেত্রে এসব পণ্য উৎপাদন, সরবরাহ ও মনিটরিংয়ে জড়িত সংশ্লিষ্টদের করোনা ভাইরাসসহ অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বিসিক শিল্পনগরীসমূহে করোনা প্রতিরোধকমূলক উপকরণ, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ সামগ্রী উৎপাদন ও দেশের সর্বত্র এগুলোর সরবরাহ অব্যাহত রাখার স্বার্থে বিসিকের পক্ষ হতে এ অনুরোধ জানানো হয়।
এমইউএইচ/এএইচ/এমকেএইচ