করোনায় আক্রান্ত হয়ে সাভারের কাউন্দিয়া এলাকার এক বৃদ্ধের (৭৫) মৃত্যু হয়েছে। তিনি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার তার মৃত্যুর বিষয়টি জানায় আইইডিসিআর।
Advertisement
স্থানীয় সূত্র জানায়, ওই বৃদ্ধের বাড়ি সাভারের কাউন্দিয়া ইউনিয়নে হলেও অসুস্থবোধ করায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরপর থেকে তিনি ঢাকায়ই চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বৃদ্ধের বাড়িসহ পুরো এলাকা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
সাভার থেকে এখন পর্যন্ত যাদের নমুনা পাঠানো হয়েছিল, তাদের মধ্যে চারজনের করোনা পজেটিভ এসেছে। বাকিদের নেগেটিভ। করোনা আক্রান্ত চারজনের চিকিৎসা চলছে। তারা বর্তমানে অনেকটা সুস্থ বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হুদা মিঠু।
আল-মামুন/এএম/এমকেএইচ
Advertisement