বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে করেছে ড্র। আর এতেই কপাল পুড়েছে মেসিহীন আর্জেন্টিনার। হারাতে হয়েছে ফিফা র্যাংঙ্কিংয়ের শীর্ষস্থান। ফিফার নতুন র্যাংঙ্কিংয়ে আর্জেন্টিনাকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে হ্যাজার্ডের বেলজিয়াম। আগামী ৫ নভেম্বর ফিফা আনুষ্ঠানিকভাবে এ র্যাংঙ্কিং প্রকাশ করবে। আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে হার মানে। আর বুধবার সকালে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে। অন্যদিকে জার্মানি হার মানে রিপাবলিক অব আয়ারল্যান্ডের কাছে। ফলে কপাল পুড়েছে দুটি দলেরই। এমন সময়ে ঘরের মাঠে ইসরাইলকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থানটি নিজেদের দখলে নিচ্ছে বেলজিয়াম। যা হবে দেশটির আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে প্রথম।ইসরাইলের বিপক্ষে জয়ের ফলে বেলজিয়ামের পয়েন্ট দাঁড়িয়েছে ১ হাজার ৪৪০। জার্মানি ১ হাজার ৩৮৮। আর আর্জেন্টিনা ১ হাজার ৩৮৩। দেশ র্যাংঙ্কিংবেলজিয়াম ১জার্মানি ২আর্জেন্টিনা ৩পর্তুগাল ৪চিলি ৫স্পেন ৬কলম্বিয়া ৭ব্রাজিল ৮ইংল্যান্ড ৯অস্ট্রিয়া ১০এমআর/এমএস
Advertisement