করোনার প্রাদুর্ভাব ঘটার পর প্রথমবার থাইল্যান্ডে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
Advertisement
শনিবার ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, দেশটিতে নতুন করে ৩৩ জন আক্রান্ত হওয়ায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৩৩।
থাই সরকারের কোভিড-১৯ পরিস্থিতি তত্ত্বাবধান কেন্দ্রের মুখপাত্র তাওয়েসিন উইসানুইয়োথিন এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন ব্যাংককের।
নতুন আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই প্রশাসনের নিয়ম অমান্য করে জনসমাগমে গিয়েছিল বলে জানানো হয়েছে। দেশটিতে ইতোমধ্যেই এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৭৮৭ জন।
Advertisement
শুক্রবারের হিসেব অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন আক্রান্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। তার আগের দিন আক্রান্ত ছিল ২৯ এবং মারা গেছে তিনজন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পরে। এরপর থেকে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এই প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
গত জানুয়ারিতে থাইল্যান্ডে প্রথম করোনার প্রাদর্ভাব ঘটে। দেশটিতে প্রথম থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম থাকলেও গত কয়েকদিনে বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৭ জন।
টিটিএন/এমএস
Advertisement