আন্তর্জাতিক

ক্যামেরুনে মার্কিন সেনা মোতায়েন

ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ক্যামেরুনে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়তে সেনা সদস্যরা ক্যামেরুনে মোতায়েন থাকবে। খবর বিবিসি।দীর্ঘদিন ধরে আফ্রিকার দেশ ক্যামেরুন ও চাদে বোকো হারাম জঙ্গিদের সঙ্গে সরকারি সেনারা লড়াই চালিয়ে আসছে। লড়াইয়ে কয়েক হাজার প্রাণহানির ঘটনাও ঘটেছে। মার্কিন কংগ্রেসের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্যামেরুনে সোমবার ৯০ সেনাসদস্য পাঠানো হয়েছে। দেশটিতে মার্কিন সেনারা যুদ্ধ সরঞ্জামাদিসহ নিজেদের ও ক্যামেরুনের সেনাদের নিরাপত্তায় কাজ করবে।২০০২ সালে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের আত্মপ্রকাশ ঘটে। এ সংগঠনটি পশ্চিমা শিক্ষা ও সংস্কৃতি বিরোধী। ২০০৯ সাল থেকে বোকো হারাম জঙ্গিরা সশস্ত্র লড়াই শুরু করে। পরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অনুসরণ করে বোকো হারাম।এসআইএস/এমএস

Advertisement