শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এক গৃহবধূর (৩০) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় তার পরিবারসহ ৩০টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুর রশিদ।
Advertisement
তিনি বলেন, ডামুড্যায় উপজেলার আরও একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ওই গৃহবধূ কয়েক দিন আগে ঢাকা থেকে এসেছেন। এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছয়জন। আর নড়িয়া উপজেলার এক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন।
এ বিষয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ জানান, ওই গৃহবধূ প্রায় দুই সপ্তাহ আগে ঢাকায় যান তার স্বামীকে চিকিৎসা করাতে। গত ৮ এপ্রিল ঢাকা থেকে ডামুড্যা এলাকায় আসেন তিনি। তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। করোনার উপসর্গ দেখা দিলে গত ১৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। ১৭ এপ্রিল রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তাই তার পরিবারসহ আশপাশের ৩০টি পরিবার হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আক্রান্ত ওই গৃহবধূর পরিবারকে সম্পন্ন আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে।
ছগির হোসেন/আরএআর/পিআর
Advertisement