ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, পর্যাপ্ত কিট, ভেন্টিলেটর ও জেলায় জেলায় অস্থায়ী করোনা হাসপাতাল স্থাপনের দাবিতে ২৪ ঘণ্টাব্যাপী অনলাইন প্রতিবাদ শুরু করেছে গণসংহতি আন্দোলন।
Advertisement
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। চলবে শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত।
দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের নেতা ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, দেওয়ান আব্দুর রশীদ নিলু, বাচ্চু ভূঁইয়া, সম্পাদক মণ্ডলীর সদস্য হাসান মারুফ রুমী, শ্যামলী শীল, মনিরউদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম তানিয়া, অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, দীপক কুমার রায়, কেন্দ্রীয় সংগঠকবৃন্দসহ সারা দেশের অসংখ্য নেতাকর্মী এই প্রতিবাদী মানববন্ধনে অংশ নিয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী গণসংহতি আন্দোলনের সদস্য ও দরদী বন্ধুরাও সংহতি জানিয়ে প্রতিবাদে শামিল হবেন।
Advertisement
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে গণসংহতি আন্দোলন এই অনলাইন প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। গণসংহতি আন্দোলনের ফেসবুক পেজ থেকে ইভেন্ট করে নেতারা এই কর্মসূচির ডাক দেন।
নেতাকর্মীরা ‘#অনলাইনে_প্রতিবাদ_গড়ি, #ONLINE_PROTEST’- লিখে নিজেদের ছবি আপলোড করছেন। এই ২৪ ঘণ্টাব্যাপী অনলাইন মানববন্ধনে অংশ নিচ্ছেন।
এফএইচএস/এফআর/এমএস
Advertisement