সময়সীমা বাকি থাকলেও আইসিসির আম্পায়ার্স পারফরম্যান্স অ্যান্ড ট্রেনিং ম্যানেজারের পদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাইমন টফেল। তবে দায়িত্ব ছেড়ে দিলেও আইসিসির বিকল্প কোনো ভূমিকায় তাকে দেখা যেতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।আইসিসির একজন মুখপাত্র জানান, টফেলকে অন্য কোনো দায়িত্ব নেয়ার ব্যাপারে তার সাথে কথা চলছে আইসিসির। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৫ বছর আইসিসির আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।তবে ২০১২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের পর তাকে আম্পায়ারদের এলিট প্যানেল থেকে সরিয়ে নেয়া হয়। ট্রেনিং আম্পায়ার হিসেবে কাজ করার সময় ভারতীয় আম্পায়ারদের উন্নত প্রশিক্ষণে বড় ভূমিকা রেখেছেন টফেল।এ বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন আয়োজিত ৩টি টি টোয়েন্টি প্রদর্শনী ম্যাচে আম্পায়ারিং করার কথা রয়েছে তার।এমআর/এমএস
Advertisement