আন্তর্জাতিক

স্পেনে করোনায় মৃতের সংখ্যার হিসাবে গরমিল

মহামারি করোনাভাইরাসে মৃত মানুষের প্রকৃত সংখ্যা নিয়ে ইউরোপের দেশ স্পেনে বিভ্রান্তি দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে দেশটির কেন্দ্রীয় সরকার গোটা দেশে একমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড মেনে মৃতের সংখ্যা গণনার নির্দেশ দিয়েছে। খবর জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলে।

Advertisement

করোনা সংকটের ক্ষেত্রে একটি বিষয় নিয়ে বেশ সংশয় তৈরি হয়েছে, তা হচ্ছে আক্রান্ত বা মৃত মানুষের সংখ্যাটা কতটা নির্ভরযোগ্য। যেমন শুধু স্পেন নয় যুক্তরাজ্য এবং চীনের প্রকৃত মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। একই অবস্থা ইরানেও। সন্দেহের যথেষ্ট কারণও অবশ্য রয়েছে।

যথেষ্ট সংখ্যক মানুষের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পরীক্ষা করলেই হয়তো প্রকৃত মৃত আক্রান্তের চিত্র পাওয়া সম্ভব। পরীক্ষার মান, কোন পর্যায়ে পরীক্ষা করা হচ্ছে, এমন সব বিষয়ও বিচার করা জরুরি। মৃতের সংখ্যার ক্ষেত্রেও নানা কারণে এমন অনিশ্চয়তা দেখা যাচ্ছে।

Officially, Spain’s death toll, which remains among the world’s highest, is closing in on 20,000. But there is evidence that it could be far higher, with many deaths — especially those in nursing homes — not properly classified. https://t.co/Vp4kyXXmDt

Advertisement

— The New York Times (@nytimes) April 17, 2020

ঠিক সময়ে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত না করাতে সংক্রমণের হার যে মারাত্মক হারে বেড়ে যেতে পারে, ইউরোপে ইতালি ও স্পেনের মতো দেশে তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। স্পেনের সরকার এবার এসব বিভ্রান্তি এড়ানোর উদ্যোগ নিচ্ছে।

দেশটিতে ফেডারেল ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বণ্টনের প্রেক্ষাপটে এতকাল দেশজুড়ে মৃতদের সংখ্যা নির্ধারণের কোনো নির্দিষ্ট মানদণ্ড ছিল না। শুক্রবার ফেডারেল সরকারের এক গেজেটের মাধ্যমে দেশের ১৭টি স্বশাসিত অঞ্চলের কর্তৃপক্ষকে করোনায় মৃত মানুষের সংখ্যা গণনার সাধারণ মানদণ্ড চালু করার নির্দেশ দিয়েছে।

স্পেনের ফেডারেল সরকার জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই যেসব মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, একমাত্র তাদের মৃত্যুর ক্ষেত্রে সরকারি তালিকায় হিসাব রাখা হবে। মৃত্যুর আগে কোনো মানুষের শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছিল কিনা, সেটা বিবেচ্য বিষয় হতে পারে না।

বৃহস্পতিবার স্পেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ৮২ হাজারের বেশি। মৃত্যুর আগে যেসব মানুষের শরীরে করোনার উপসর্গ দেখা গেলেও পরীক্ষা করা হয়নি, তাদের সংখ্যা ধরলে মৃতের সংখ্যা আরও বেড়ে যেতে বাধ্য।

Advertisement

Interesting on c-v in Spain, but it says they are using antibody tests. Are they actually invented yet?? 'Regional data suggest much higher Spanish coronavirus toll' https://t.co/hUYatGmmQs via @financialtimes

— ADeighton (@AFDeighton) April 17, 2020

যেমন স্পেনের উত্তর পূর্বে কাতালোনিয়া অঞ্চলে চলতি সপ্তাহের শুরুতে করোনায় মৃতের সংখ্যা ছিল প্রায় ৩ হাজার ৭০০। তবে একমাত্র হাসপাতালে পরীক্ষা চালিয়ে তাদের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছিল।

বৃদ্ধাশ্রম বা বাসায় পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত হলে সরকারি হিসাবের তালিকায় মৃতদের স্থান হয়নি। ফলে অন্তেষ্ট্যির সময় হিসেব মেলেনি। একই সময়কালে আরও প্রায় ৩ হাজার ২০০ মৃত ব্যক্তির ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রমণের সন্দেহ থেকে গেছে।

স্পেনের হাসপাতালে করোনায় মৃতের সংখ্যা নিয়েও বিভ্রান্তি কাটছে না। রাজ্য সরকারগুলির হিসাব অনুযায়ী ১১ হাজারের বেশি মানুষ হয় করোনা বা তার উপসর্গের কারণে মারা গেছেন। কিন্তু প্রত্যেকটি রাজ্যে হিসেবের মানদণ্ড ভিন্ন হওয়ায় সেই সংখ্যার নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে।

এসএ