ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমে নিয়োজিত শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
Advertisement
শুক্রবার (১৭ এপ্রিল) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমে নিয়োজিত ৭৬ হাজার ইমাম ও মুয়াজ্জিনের বেতন-ভাতা বিগত ৪ মাস যাবত দেয়া হচ্ছে না। নানা অনিয়ম-দুর্নীতির কারণে বিগত মহাপরিচালক অপসারণের পর ফাউন্ডেশনের কোনো বোর্ড সভা ডাকা হয়নি। ফলে চলতি অর্থবছরে কোনো বাজেটও অনুমোদন করা সম্ভব হয়নি।’
তিনি বলেন, ‘দেশব্যাপী করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের ফলে মসজিদগুলো থেকেও তারা নিয়মিত মাসিক সম্মানী পাচ্ছেন না। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন থেকে তাদেরকে মাসিক যে ৪ হাজার ৫০০ টাকা করে বেতন প্রদান করা হয় তা নিতান্তই কম এবং এ পরিমাণ অর্থ দিয়ে তাদের জীবিকা নির্বাহ করা খুবই কষ্টকর।’
Advertisement
রফিকুল ইসলাম বলেন, ‘একদিকে ইসলামিক ফাউন্ডেশন থেকে দেয়া অর্থ বন্ধ। অপরদিকে, মসজিদগুলো থেকেও নিয়মিত মাসিক সম্মানী না পাওয়ায় এ সকল ইমাম ও মুয়াজ্জিনগণ অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন।’
দেশের এহেন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে জরুরি ভিত্তিতে এ সকল ইমাম-মুয়াজ্জিনের বকেয়াসহ নিয়মিত বেতন-ভাতা পরিশোধের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
কেএইচ/এফআর/পিআর
Advertisement