আইন-আদালত

কোয়ারেন্টাইনে থাকা মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে নোটিশ

প্রাতিষ্ঠানিক কিংবা হোম কোয়ারেন্টাইন চলাকালীন ও পরবর্তী সময়ে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় সচিব এবং পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সরকারি ই-মেইলে এই নোটিশ পাঠানো হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) নোটিশ প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন।

তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা হোম কোয়ারেন্টাইনে থাকছেন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালীদের চাহিদা মতো টাকা না দিতে চাওয়ায় এমন ঘটনা বেড়েই চলেছে। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করতে নোটিশ প্রেরণ করেছি।’

Advertisement

এদিকে নোটিশে বলা হয়েছে, প্রবাসীদের রেমিট্যান্স আমাদের দেশের অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করে। কিন্তু করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অনেক প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। অথচ দেশে ফিরে কোয়ারেন্টাইনে থাকা এ সব প্রবাসীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। যা নিয়ে দেশের বিভিন্ন দৈনিকে গত ৪ এপ্রিল ‘প্রবাসীদের হয়রানি বন্ধ করুন’ এবং গত ১৪ এপ্রিল ‘থানায় অভিযোগ করায় বাড়িতে হামলা ভাঙচুর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যা সত্যিই দুঃখজনক ও অপ্রত্যাশিত।

তাই কোয়ারেন্টাইনে থাকাকালীন বা পরবর্তীতেও কোনো প্রবাসী বা অন্য কোনো ব্যক্তি যেন সামাজিক হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। এছাড়াও পারিপার্শ্বিকতা বিবেচনায় নিয়ে এ সব রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদ ও প্রয়োজনীয় কোয়ারেন্টাইন সুবিধা প্রদান এবং সামাজিক সুরক্ষা প্রদান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এফএইচ/এফআর/পিআর

Advertisement