দেশজুড়ে

সরকারি সেবায় অনিয়ম হলেই ব্যবস্থা : ড. নাসির

সরকারি প্রতিষ্ঠানের সব ধরনের সেবার ক্ষেত্রে অভিযুক্ত দুর্নীতিবাজ কর্মজীবীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। বুধবার কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুদকের আয়োজনে সরকারি প্রতিষ্ঠানের সেবা দেয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেছেন, প্রজাতন্ত্রের ট্যাক্সের টাকায় বেতন-ভাতা নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মজীবীরা জনগণকেই হয়রানি করছেন। দেশে এ ধরনের অলিখিত নিয়ম চালু রয়েছে দীর্ঘদিন ধরে। দুদক চায় এ নিয়ম ভেঙে সাংবিধানিক সুশাসন প্রতিষ্ঠা হোক। এটি করতে হলে সবার আগে জনগণকে সচেতন হতে হবে।দুদক কমিশনার আরো বলেন, অনেকে সরকারি প্রতিষ্ঠানের সেবা নিতে আমলাদের ম্যানেজ করার চেষ্টা করেন। এখন থেকে তা করতে হবে না। আপনি বিনা খরচে সরকারি প্রতিষ্ঠান থেকে আপনার কাজ করতে পারবেন। কাউকে ঘুষ দিতে হবে না। কেউ সেবার বিপরীতে ঘুষ চাইলে গোপনে রেকর্ডিং করবেন। প্রমাণ থাকলে দুদকে অভিযোগ করবেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে দুদক।চকরিয়া উপজেলার বিমানবন্দরস্থ বিজয় মঞ্চ মাঠে উপজেলা ভুমি অফিস, উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পল্লী বিদ্যুৎ সমিতির সেবা নিতে গ্রাহকদের হয়রানি ও নানা অনিয়মের বিরুদ্ধে ভুক্তভোগীদের বক্তব্য শোনেন দুদক কমিশনার। ওই সময় উপজেলা সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদক কমিশনারের কাছে লিখিত ও ভিডিওচিত্রসহ অভিযোগ করেন সাহারবিল ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম। এছাড়াও শুনানিতে উপজেলা ভুমি অফিস এবং সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ করেন ভুক্তভোগীরা।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ হাজী মোহাম্মদ ইলিয়াছ, দুদক মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) ড. মো. সামছুল আরেফিন, দুদক পরিচালক মো. মনিরুজ্জামান, দুদক চট্টগ্রাম বিভাগের পরিচালক আব্দুল আজিজ ভুঁইয়া, কক্সবাজার জেলা প্রশাসক মো.আলী হোসেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.ফেরদৌস আলী, টিআইবি ঢাকা বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফজিলা খানম, চট্টগ্রাম বিভাগের প্রোগ্রাম ম্যানেজার একেএম রেজাউল কবির আকাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চকরিয়া সনাকের সহ-সভাপতি নাছিমা আক্তার ও সদস্য হুরে জন্নাত। অনুষ্ঠানের আগে উপজেলা সদরের সড়ক ডাক বাংলো থেকে দুর্নীতি বিরোধী এক বর্ণাঢ্য র্যালি এবং অনুষ্ঠান শেষে টিআইবি ইয়েস গ্রুপের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সায়ীদ আলমগীর/এমজেড/বিএ

Advertisement