দেশজুড়ে

বরিশাল মেডিকেলে করোনা ইউনিটে নারীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) করোনা ইউনিটে ৪২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।

Advertisement

ওই নারী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচবুনিয়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, পটুয়াখালী থেকে ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য বুধবার বরিশাল মেডিকেলে আনা হয়। এরপর তাকে প্রথমে মেডিসিন (মহিলা) ইউনিটে এবং সেখান থেকে বৃহস্পতিবার করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

ডা. এসএম বাকির হোসেন আরও জানান, ওই রোগী দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে আক্রন্ত ছিলেন। মেডিকেলে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার রাতে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

Advertisement

এদিকে তথ্য গোপন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হওয়ায় মেডিকেলের মেডিসিন বিভাগের একটি ওয়ার্ড (পুরুষ) লকডাউন ও ওই ইউনিটের চিকিৎসক ও নার্সসহ ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

পরিচালক এসএম ডা. বাকির হোসেন জানান, গত ১৩ এপ্রিল সর্দি কাশির তথ্য গোপন করে স্বজনরা এক রোগীকে ভর্তির জন্য মেডিকেলে নিয়ে আসেন। ওই রোগীকে চিকিৎসকরা মেডিসিন বিভাগের একটি ওয়ার্ডে ভর্তি করেন। বুধবার (১৫ এপ্রিল) ওই রোগীর এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হয় এবং রোগীকে তাৎক্ষণিক করোনা ইউনিটের আইসোলেশনে পাঠান। বৃহস্পতিবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে তাতে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমন শনাক্ত হয়। এর পরপরই হাসপাতালের ওই ওয়ার্ড লকডাউন এবং ওয়ার্ডে দায়িত্বপালনকারী চিকিৎসক-নার্সসহ ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

সাইফ আমিন/এফএ/জেআইএম

Advertisement