বিনোদন

বহুদিনের গোপন তথ্য ফাঁস করলেন জুহি চাওলা

বলিউডের মিষ্টি মেয়ে জুহি চাওলা। গ্ল্যামার আর অভিনয় প্রতিভা এক করে বি-টাউনে আলো ছড়িয়েছেন তিনি প্রায় দুই দশক। আমির খানের সাথে 'কেয়ামত সে কেয়ামত তাক' করে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন।

Advertisement

এরপর তিনি সফল হয়েছেন শাহরুখ খানের সঙ্গে। প্রায় হাফ ডজন সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তারা।

আজকাল সিনেমায় সেভাবে নিয়মিত নন তিনি। মাঝেমধ্যে হাজির হন কিছু বিশেষ চরিত্রে। কখনো তার দেখা মেলে ছোট পর্দার নানা অনুষ্ঠানে।

সম্প্রতি ক্যারিয়ারের শুরুর দিকের একটি গোপন তথ্য ফাঁস করে আলোচনায় এসেছেন। সেটি হলো জনপ্রিয় 'মহাভারত' সিনেমার প্রস্তাব পেয়েছিলেন জুহি। কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন।

Advertisement

'মহাভারত' এর দ্রৌপদী চরিত্রে অভিনয় করে সকলের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন বাঙালি অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

কিন্তু এই চরিত্রটি প্রথমে করার কথা ছিল বলিউড অভিনেত্রী জুহি চাওলার। জুহি সেই সময় পরিচালককে না করে দেন। তিনি জানান চরিত্রটি তিনি করতে পারবেন না।

কারণ হিসেবে জুহি বলেছিলেন, তিনি 'কেয়ামত সে কেয়ামত তাক' ছবির শিডিউল দিয়েছেন। একই সময়ে 'মহাভারত' করতে পারবেন না।

এলএ/পিআর

Advertisement