ক্যাম্পাস

জাবিতে ৩৮তম ব্যাচের র‌্যাগ উৎসব

“ফিরে চাই ফিরে যাই আত্মার আমন্ত্রণে” স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮তম ব্যাচের (২০০৮-০৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা তিন দিনব্যাপি র‌্যাগ উৎসবের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানে স্পন্সর করছে প্রাণ-এর জনপ্রিয় ড্রিংকস ব্রেভার ও মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জাগোনিউজ২৪.কম।তিন দিনব্যাপি অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় থাকছে ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে কেক কাটা, সকাল সাড়ে ১০টায় টি-শার্ট বিতরণ ও সেলফি উৎসব, সন্ধ্যা সাড়ে ৬টায় সেলিম আলদীন মুক্তমঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধন ও ৩৮তম ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার থাকছে সকাল ৯টায় অমর একুশে পাদদেশ র‌্যাগ র‌্যালি ও রং উৎসব, বিকেল ৪টায় ক্যাফেটেরিয়া ও কেন্দ্রীয় খেলার মাঠে থাকছে র‌্যাগ আড্ডা ও গেম শো, রাত ৮টায় ক্যাফেটেরিয়াতে র‌্যাগ ডিনার ও রাত ১০টায় ডিজে পার্টি।অনুষ্ঠানের তৃতীয় ও শেষদিন রোববার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি, সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় খেলার মাঠে সমাপনী অনুষ্ঠান ও নগর বাউল খ্যাত জেমসের র‌্যাগ কনসার্ট।উল্লেখ্য, এবারের র‌্যাগ উৎসবের রাজা শিহাব শাওন ও রাণী রেহনুমা তাসনিম ফারিবা।হাফিজুর রহমান/বিএ

Advertisement