রংপুরে খাটের ভেতর থেকে উদ্ধার করা টিসিবির এক হাজার ২৩৮ লিটার ভোজ্য তেলের ডিলার ফারুক আহমেদ মহানগর জাসদের (ইনু) সাধারণ সম্পাদক। তিনি নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়ার মৃত মতলুব উদ্দিনের ছেলে। তেল উদ্ধারের পর থেকে গা ঢাকা দিয়েছেন ফারুক।
Advertisement
গত বুধবার (১৫ এপ্রিল) রাতে নগরীর ১৭ নং ওয়ার্ডের মধ্য পার্বতীপুর এলাকার হানিফ মিয়ার বাড়ির খাটের ভেতর থেকে ওই তেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় হানিফ মিয়াসহ মালামাল সরবরাহকারী লাল মিয়াকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ডিলার ফারুক আহমেদের নাম জানিয়েছেন বলে জাগো নিউজকে জানান মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
তিনি জানান, টিসিবির তেল কালোবাজারে বিক্রি ও মজুতের অভিযোগে ডিলার ফারুক আহমেদসহ আটক দুইজনের নামে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মামলা হয়েছে। টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী (অফিস প্রধান) সুজাউদ্দৌলা সরকার বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে অভিযুক্ত ডিলার ফারুক আহমেদ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Advertisement
জিতু কবীর/আরএআর/এমএস