খেলাধুলা

করোনায় বাবা হারানোর মর্মান্তিক ঘটনা জানালেন ইংলিশ পেসার

 

করোনাভাইরাসের ভয়াল থাবায় বাবা হারিয়েছেন ইংল্যান্ডের সাবেক পেসার ডেভন ম্যালকম। গত ৪ এপ্রিল ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ডেভনের বাবা অ্যালবার্ট ম্যালকম। করোনা আক্রান্ত হওয়ার দুইদিনের মাথায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

Advertisement

গত ২৯ মার্চ মুত্রথলির ইনফেকশনের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ডেভনের বাবাকে। চিকিৎসাধীন অবস্থায়ই গত ২রা এপ্রিল কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে তার। মাত্র দুইদিনের মাথায় ৪ এপ্রিল মারা যান তিনি।

বিবিসি রেডিওতে বাবাকে হারানোর এই মর্মান্তিক ঘটনার কথা বলেছেন ডেভন। তিনি বলেন, ‘এটা খুবই দুঃখের। আমরা অল্প কয়েকদিনের মধ্যেই তাকে হারিয়ে ফেললাম। আপনার প্রিয় কেউ হাসপাতালে ভর্তি, কিন্তু আপনি দেখতে যেতে পারছেন না- এর চেয়ে কঠিন কিছু নেই।’

গত ৪ এপ্রিল মারা গেলেও, নিজের বাবাকে ডেভন দেখেছেন প্রায় এক মাস আগে। সামাজিক দূরত্ব নির্দেশনা মেনে চলার জন্য আলাদাই থাকতেন তারা। শেষবার যখন দেখা করেছিলেন, তখন নিজের বাবাকে খোশমেজাজেই দেখেছিলেন ডেভন।

Advertisement

তিনি বলেন, ‘আমাকে কল দিয়ে জানানো হলো বাবা নেই! এটা সত্যিই খুবই বাজে একটা অনুভূতি। ডেথ সার্টিফিকেট পাওয়ার আগপর্যন্তও মনে হচ্ছিল যে এটা হয়তো দুঃস্বপ্ন। ঘুম ভাঙলেই সব কেটে যাবে। কিন্তু না! আমি এটার সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছি। কিন্তু এটা খুবই কঠিন।’

মুত্রথলির ইনফেকশনের চিকিৎসার সময় এন্টিবায়োটিক সেবনে ভালোর দিকেই ছিলেন অ্যালবার্ট। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার পর দ্রুতই নিশ্বাসের সমস্যা হতে থাকে। যা শেষপর্যন্ত কেড়ে নিয়েছে তার প্রাণ।

‘এটা পরাবাস্তব। আপনাকে বলা হলো যে, ওষুধে কাজ হচ্ছে, আপনি ধরে নিবেন সব ঠিক আছে। এরপরই আবার বলা হলো, খারাপ কিছুর জন্য প্রস্তুত হতে। বিশ মিনিট পর শুনি বাবা আর নেই। শেষকৃত্যের জন্য আমাদের একটা সময় জানানো হলো। কিন্তু প্রক্রিয়া ছিল পুরোপুরি ভিন্ন। মাত্র পাঁচজন মানুষের উপস্থিতিতে শেষ বিদায় জানানো হয়েছে বাবাকে’- বলছিলেন ডেভন।

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে প্রায় ৮ বছর খেলেছেন ডেভন। ১৯৮৯ থেকে ১৯৯৭ পর্যন্ত বিস্তৃত ক্যারিয়ারে ৪০ টেস্ট ও ১০ ওয়ানডে খেলেছেন তিনি। যেখানে তার শিকার ১২৮ টেস্ট ও ১৬টি ওয়ানডে উইকেট।

Advertisement

এসএএস/এমকেএইচ