জাতীয়

দেশের মানুষের জন্য কিছু করতে না পেরে খারাপ লাগছে সোহেল তাজের

করোনাভাইরাসের মহাদুর্যোগের সময় দেশের মানুষের জন্য কিছু না করতে পেরে খুবই খারাপ লাগছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তানজিম আহমেদ সোহেল তাজ।

Advertisement

তবে, যারা করোনার মধ্যেও জীবন বাজি রেখে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন তিনি।। বিশেষ করে চিকিৎসক, নার্স, পুলিশ, কৃষক, শ্রমিকসহ স্বেচ্ছাসেবকদের যারা জীবন বাজি রেখে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তাদের কথা উল্লেখ করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তার এ আকাঙ্ক্ষার কথা জানান সোহেল তাজ।

স্ট্যাটাসে দেয়া ছবিতে দেখা যাচ্ছে, মাথায় বিশেষ হেলমেট। নিউইয়র্ক থেকে বাজার করার পর এই সেলফিটি তুলেছেন তিনি। নিম্নে তানজিম আহমেদ সোহেল তাজের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

Advertisement

ছবি: এই ভাবেই বাজার শেষ করলাম

আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই দুর্যোগময় সময়ে আমি ভাল আছি কিনা- কোথায় আছি ইত্যাদি। আপনারা জানেন যে হটলাইন কমান্ডো শো এর ৬টি পর্ব সম্পূর্ণ করার পর মার্চ মাসে আমরা মিড্ সিজেন বিরতিতে যাই। কাজের ব্যস্ততার কারণে আমার দুই মেয়েদের বহুদিন সময় দিতে পারি নাই আর তাই এই বিরতির সময় তাদেরকে দেখতে গত মার্চ মাসের ১৪ তারিকে আমেরিকা আসি। আমার দেশে ফেরার তারিখ ছিল ২৪ মার্চ কিন্তু ২১ মার্চ থেকে বাংলাদেশে প্রবেশের (আমেরিকা থেকে) ক্ষেত্রে নিষেথাজ্ঞা জারি করা হয় আর তাই আমার ফ্লাইট বাতিল হয়ে যায়। বর্তমানে আমি আমেরিকাতে অবস্থান করছি বা আটকে আছি।

‘এই দুর্যোগময় সময়ে আমি দেশের জন্য আর দেশের মানুষের জন্য কিছু করতে পারছিনা বলে খুব খারাপ লাগছে। সশরীরে না থাকতে পারলেও আপনাদের সবার জন্য দোয়া করছি আর আশা করছি ইনশাল্লাহ সব কিছু অতিসত্তর স্বাভাবিক হয়ে যাবে। সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অবস্যই সতর্কতার সাথে সকল নির্দেশনা মেনে চলবেন। তাহলেই আপনি এবং আপনার পরিবার নিরাপদ ও সুস্থ থাকতে পারবে।’

‘আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি সকল ডাক্তার, নার্স, পুলিশ, কৃষক/শ্রমিক সহ স্বেচ্ছাসেবকদের যারা জীবন বাজি রেখে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।’

Advertisement

এফএইচ/এসআর/এমএস