দেশজুড়ে

কালীগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপের খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা কোভিড-১৯ বাংলাদেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই দুর্যোগকালে সরকারের নির্দেশনা মেনে যারা ঘরে অবস্থান করছেন সেই সব কর্মহীন মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে।

Advertisement

‘বাড়লে সচেতনতা বোধ, করোনাভাইরাস হবে প্রতিরোধ’ স্লোগানে দুস্থ ও দরিদ্র মানুষের জন্য দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী গাজীপুর জেলায় ও কালীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল- দুধ, রুটি, মুড়ি, চিড়া, চানাচুর, চকলেট, জুস ও বিস্কুট।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- গাজীপুরের অতিরিক্তি জেলা প্রশাসক মনিরুজ্জামান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, প্রাণ-আরএফএল গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক কেরামত আলী, সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইদুর রহমান সাঈদ, সাংবাদিক আব্দুর রহমান আরমান, রফিক সরকার, পৌর কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া, ছাইদুর রহমান ভূঁইয়া, কৃষকলীগ নেতা শরিফুল আলম ভূঁইয়া প্রমুখ।

Advertisement

আব্দুর রহমান আরমান/বিএ