করোনাভাইসার মহামারি প্রতিরোধে দেশজুড়ে চলা লকডাউনের সময়সীমা আরও তিন সপ্তাহ বাড়িয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।
Advertisement
তিনি জানান, ‘দেশের পরিস্থিতি বিবেচনা করে এখনই লকডাউন শিথিল না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের সংক্রমণের হার এখনও অতটা নিচে নামেনি যতটা দরকার।’
যুক্তরাজ্যে গত কয়েক সপ্তাহ ধরে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন অন্তত ৮৬১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২৯ জন। এছাড়া আক্রান্তের সংখ্যাও এক লাখ পেরিয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৩ মার্চ থেকে লকডাউন নির্দেশনা জারি হয়েছে যুক্তরাজ্যে। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাগম, ব্যবসা-বাণিজ্য, হোটেল-রেস্তারাঁ।
Advertisement
দেশটির মহামারি বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেখানে আরও কয়েক হাজার মানুষের প্রাণ কাড়তে পারে করোনা।
সূত্র: বিবিসিকেএএ/