খেলাধুলা

এনগিদিকে যেভাবে বদলে দিলেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ

গত বছরের ডিসেম্বরের আগেও তিনি ছিলেন বাংলাদেশে। টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে কাজ করছিলেন চার্লস ল্যাঙ্গাভেল্ট। তবে এখানে বেশি সময় দিতে পারেননি, দেশের ডাকে চাকরি ছেড়ে চলে যান।

Advertisement

নিজের দেশ, স্বভাবতই কাজটা ভীষণ উপভোগ করছেন ল্যাঙ্গাভেল্ট। আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন মঞ্চে ধারাবাহিকতা ধরে রাখতে ঘষেমেজে আরও ধারালো করছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিদের।

টাইগারদের সাবেক এই কোচের কাজের এবার ভূয়সী প্রশংসা করলেন তার শিষ্য লুুঙ্গি এনগিদি। শুধু প্রশংসা নয়, আট মাস চোটে থাকার পরও আন্তর্জাতিক আঙিনায় ফিরে যে দুর্দান্ত ছন্দ ধরে রাখতে পেরেছেন, তার পুরো অবদানই ল্যাঙ্গাভেল্টকে দিচ্ছেন এই পেসার। বিরতি কাটিয়ে ফিরে ধুঁকবেন কি, বরং ৪ ওয়ানডে খেলে ১২ উইকেট নিয়েছেন এনগিদি। এর মধ্যে ক্যারিয়ারসেরা বোলিং ফিগারও (৬/৫৮) ছুঁয়ে ফেলেন ডানহাতি এই পেসার।

এছাড়া ৬টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। যার মধ্যে আছে লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে ৭ রান ডিফেন্ড করা স্মরণীয় এক স্পেলও।

Advertisement

এসব কিছুই ল্যাঙ্গাভেল্টের প্রেরণায় হয়েছে, জানালেন এনগিদি। প্রোটিয়া পেসার বলেন, ‘তিনি খুবই সাপোর্টিভ। আমি যেভাবে ভাবি, সেভাবেই খেলতে উৎসাহিত করেন তিনি। ফলে একজন বোলার হিসেবে আমি পরিকল্পনামতো কাজ করার স্বস্তি পাই।’

এনগিদি যোগ করেন, ‘আমার কখনও মনেই হয়নি, আমি যা বলছি তাতে দ্বিমত করছেন তিনি। তিনি তো এখানে ছিলেনই, বল নিয়ে কি করতে হবে, কখন গেম প্ল্যান বদলাতে হবে, সবই তিনি জানেন। তার এসব বিষয়ে অনেক জ্ঞান, কারণ নিজেও একজন ভালো বোলার ছিলেন। এ সব কিছু আমাকে অনেক সাহায্য করে।’

এমএমআর/পিআর

Advertisement