পাবনা পৌর সদরের বেড়ায় পায়না সরকারি প্রাথমিক বিদ্যালয় একই সময়ে আওয়ামী লীগের দুই গ্রুপ সমাবেশ ডাকায় ওই বিদ্যালয় ও তার আশপাশে বুধবার বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা জানান, বুধবার বিকেল চারটায় বেড়ায় স্থগিত হওয়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডভোকেট আমিনুল ইসলাম পটল নির্বাচনী জনমত, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে পায়না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা আহ্বান করেন। এ বিষয়ে অনুমতি চেয়ে তিনি বেড়া মডেল থানায় আবেদন করেন। তাকে মৌখিকভাবে অনুমতি দেয়া হয়েছিল বলে তিনি জানান। এ অনুষ্ঠানে সাবেক তথ্যপ্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। একই স্থানে একই সময়ে বেড়া পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর প্রামানিক দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সরকারি সিদ্ধান্তের অভিনন্দন জানাতে সভা আহ্বান করেন। বেড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জাগো নিউজকে জানান, উপজেলা প্রশাসন বিশৃঙ্খলার আশঙ্কায় পায়না সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তার আশপাশে সভা, সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছেন।একে জামান/এমজেড/আরআইপি
Advertisement