দেশজুড়ে

না.গঞ্জে চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির স্মারকলিপি প্রদান

বৈষম্যহীন জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানসহ মানববন্ধন করেছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি জেলা শাখা। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দরা স্মারকলিপি দিয়েছেন।নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) কর্মরত চতুর্থ শ্রেণি কর্মচারী সাউদ নূর এ শফিউল কাদের জাগো নিউজকে জানান, বেতন ও চাকরি কমিশনসহ সদাসয় সরকারের কাছে আমাদের পেশকৃত দাবি ছিল পুলিশের ন্যায় মানসম্মত রেশন প্রদান, শতভাগ বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, সন্তানদের শিক্ষাভাতা, টিফিন ভাতা, ঝুঁকি ভাতা, নার্সদের ন্যায় পোষাকের অর্থ প্রদানসহ সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল ইত্যাদি। একদিকে আমাদের ন্যায় সঙ্গত এসকল দাবির বিষয়ে ও ইতিবাচক কোনো পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না অন্যদিকে কর্মচারীদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল টাইম স্কেল, সিলেকশন গ্রেটসহ বিভিন্ন প্রাপ্যতার অধিকার বিলুপ্তির সিদ্ধান্তে নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা চরমভাবে ব্যথিত ও মর্মাহত। ১৯৯০ সালের পূর্বে যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অর্জন করেছিল তা বাতিল করায় সারা দেশে কর্মচারী অঙ্গনে চরম হতাশা, তীব্র অসন্তোষ ও ক্ষোভের জন্ম দিয়েছে।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রাজিয়া বেগম, কেন্দ্রীয় নেতা ও জেলার সেক্রেটারি খন্দকার ফিরোজ, মনিরুল হক, মিরাজ হোসেন, মোফাজ্জল হোসেন, আব্দুর রহিম, ইকবাল হোসেন, আয়াত আলী, মফিজুল ইসলাম, শাহবুদ্দিন, শিমুল প্রমুখ। মো. শাহাদাৎ হোসেন/এমজেড/আরআইপি

Advertisement