গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ। এদের মধ্যে ৭ জন হাসপাতালের ভেতরে কাজ করেন এবং ৬ জন হাসপাতালের বাইরে মাঠে কাজ করেন। আক্রান্ত সকলকে আইসোলেশনে রাখা হয়েছে।
Advertisement
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার জানান, কাপাসিয়ায় বুধবার মোট ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের ১৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
হাসপাতালের এক কর্মকর্তা জানান, হাসপাতালের ভেতরে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে নার্স ২ জন, সহকারী নার্স ১ জন, স্টোর কিপার ১ জন, হিসাব রক্ষকসহ ৭ জন এবং হাসপাতালের বাইরে কাজ করেন এমন স্বাস্থ্য সহকারী ৬ জন আক্রান্ত হয়েছেন। তাদের সকলকে প্রাথমিক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হবে। পরবর্তী সময়ে তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে ঢাকায় পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও জানান, হাসপাতালের কাজকর্ম কিভাবে চালানো হবে এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।
Advertisement
আমিনুল ইসলাম/এফএ/পিআর