জাতীয়

পাওনা দাবিতে এবার আদাবরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সৈয়দ আমানত আলী

Advertisement

রাজধানীর আদাবরে বকেয়া পাওনার দাবিতে ফ্যালকন ইন্টারন্যাশনাল নিট কম্পোজিটের সামনে অবস্থান নিয়েছেন প্রায় হাজার খানেক পোশাক শ্রমিক।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ফ্যালকন গার্মেন্টসের সুইং ডিপার্টমেন্টের কর্মীদের মার্চ মাসের বেতন ও ওভার টাইম দেয়ার কথা থাকলেও, শুধু তাদের ২৫ দিনের বেতন দেয়া হচ্ছে। এ কারণে সকাল থেকে ফ্যালকন গার্মেন্টসের সামনে অবস্থান করছেন তারা।

বেতন নেয়ার সময় কেউ সামাজিক দূরত্ব কেউ মানছেন না। সবাই হুড়োহুড়ি করে বেতন নিচ্ছেন। ফ্যালকন কর্তৃপক্ষ বলছে, আমরা তাদের লাইন ধরে বেতন নিতে বলছি, কিন্তু তারা মানছেন না।

Advertisement

জানতে চাইলে ফ্যালকন গার্মেন্টসের সুইং ডিপার্টমেন্টের কর্মী রোখসানা বেগম বলেন, আমাদের দিয়ে ১৪৫-১৭২ ঘণ্টা ওভারটাইম করিয়ে নিয়েছে। রাত ৩-৫টা পর্যন্ত কাজ করায়। এতো কষ্ট করায়, কিন্তু আমাদের টাকা দেয় না। খাবো কি, ঘরভাড়া দেব কীভাবে?

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহীদুজ্জামান জাগো নিউজকে বলেন, আমরা মালিকের সাথে কথা বলেছি। আগামী ২৫ এপ্রিলের মধ্যে তাদের ওভার টাইমের টাকা দিয়ে দিবেন বলে জানিয়েছেন ফ্যালকনের মালিক।

র্যাব- ২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, আমরা বিষয়টি জেনে মালিকের সঙ্গে বসেছিলাম। মালিক আমাকে জানিয়েছেন, এ মাসের মধ্যেই শ্রমিকদের পাওনা দিয়ে দেয়া হবে। তবে ব্যাংকের কিছু ব্যাপার থাকে, এ জন্য নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না বলে মালিক জানিয়েছেন।

ফ্যালকনের মালিক মাহাতব উদ্দিন আহমেদ চৌধুরী জাগো নিউজকে বলেন, আমরা ২৮ দিনের বেতন দিচ্ছি। তবে এ মাসের মধ্যে তাদের ওভার টাইমের টাকা দিয়ে দেয়া হবে। তবে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

Advertisement

এদিকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বকেয়া বেতন-ভাতা ও জরুরি ত্রাণ সহায়তার দাবিতে বিমানবন্দর গোলচত্বর এলাকার সড়ক অবরোধ করেছেন উত্তরা দক্ষিণখান এলাকার তিনটি পোশাক কারখানার কর্মীরা। পুলিশের পক্ষ থেকে বোঝানো হলেও তারা সড়ক থেকে সরছেন না।

রেদওয়ান, সিএনবি ও স্যার ডেনিম কারখানার মালিকপক্ষও পলাতক। তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতিকে (বিজিএমইএ) পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে পুলিশ।

এছাড়া করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকলেও তা উপেক্ষা করে বেতনের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন মিরপুরের রূপনগরের একটি গার্মেন্টের শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে রূপনগরের মনির ফ্যাশন গার্মেন্টের শতাধিক শ্রমিক প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, তিন দফা সময় নিয়েও মার্চের বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ, সেজন্য আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। বেতন পরিশোধের জন্য তৃতীয় দফায় বৃহস্পতিবার সময় নেয়া হলেও কারখানার ফটকে তালা দিয়েছে মালিকপক্ষ। শতাধিক পোশাক শ্রমিক সমবেত হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেছেন।

এমএসএইচ/এমকেএইচ