করোনাভাইরাসের (কোভিড-১৯) ব্যাপক সংক্রমণের কারণে বিশ্বের প্রায় সব দেশের মানুষই এখন গৃহবন্দী। সংক্রমণ প্রতিরোধে লোকজনের চলাচল বন্ধে কিছু দেশে জরুরি অবস্থা ও কিছু দেশে আক্রান্ত এলাকায় লকডাউন (অবরুদ্ধ দশা) চলছে। বাংলাদেশেও লোকজনকে ঘরে রাখতে কাজ করে যাচ্ছে সরকার।
Advertisement
তবে এই পদক্ষেপের কারণে ঘরের বাইরে কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছে দেশের নিম্নআয়ের শ্রমজীবীসহ হতদরিদ্র মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকায় এমনই এক হাজার ১২০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় তিনি এ খাদ্য সহায়তা বিলিয়েছেন।
ভিপি নুর বলেন, গণস্বাস্থ্যের সহযোগিতায় গত ৫ এপ্রিল রাজধানীর হাজারীবাগে ৩৭০ ও সবুজবাগে ২৫০টি পরিবার, গতকাল (১৫ এপ্রিল) রায়েরবাগ ও ধোলাইপাড়ে ২৫০টি পরিবার এবং আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) বাড্ডায় ২৫০টি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। প্রতিটি পরিবারকে চাল ১৫ কেজি , আলু ৫ কেজি , মশুর ডাল ১ কেজি , আটা ২ কেজি , পেঁয়াজ ১ কেজি, লবণ ২ কেজি, সয়াবিন তেল ৬০০ গ্রাম, সরিষার তেল ১০০ গ্রাম, ১৫০ গ্রাম শুকনো মরিচ ও ১টি সাবান দেয়া হয়েছে।
‘এছাড়া শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় আমাদের সংগঠন ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’র পক্ষ থেকেও ইতোমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় তিন হাজার ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সারাদেশে অসহায় ও হতদরিদ্র ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিতে চাই।’
Advertisement
দেশের এই সংকটে তিনি অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে অসহায় ও হতদরিদ্র মানুষকে সহযোগিতা করতে চাইলে পরিষদের জরুরি তহবিলে নগদ অর্থ কিংবা খাদ্য সামগ্রী দেয়ার আহ্বান জানান নুর। সেক্ষেত্রে সহযোগিতা পাঠাতে কয়েকটি বিকাশ, রকেট ও একটি ব্যাংক অ্যাকাউন্ট বলেন তিনি।বিকাশ : 01796030780, 01772400567, 01743257527রকেট : 018196036143, 017255459505ব্যাংক অ্যাকাউন্ট : Nahidul islam, Dutch Bangla Bank Limited, Bhairab Branch, Kishorganj Account no: 173151161197পেপাল_নাম্বার : kabircse115@gmail.com
এছাড়া অর্থ বা সহায়তা পাঠালে 01850109664, 01628592706 01680967767 নম্বরে কল করে নিশ্চিত হওয়ারও আহ্বান জানান নুরুল হক নুর।
এইচএ/পিআর
Advertisement