দেশজুড়ে

স্কুলশিক্ষিকার বাসা থেকে ৬৭ ব্যাগ চাল উদ্ধার

ঝালকাঠিতে হাসি বেগম নামে এক স্কুলশিক্ষিকার বাসা থেকে ৬৭ ব্যাগ (প্রতি ব্যাগে পাঁচ কেজি) চাল উদ্ধার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বন বিভাগ এলাকার শিক্ষিকার বাসা থেকে এসব চাল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন ঝালকাঠির সহকারী কমিশনার (এনডিসি) আহমেদ হাসান।

হাসি বেগম ঝালকাঠির উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে রূঢ় আচরণ করেন ওই শিক্ষিকা।

এনডিসি আহমেদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই শিক্ষিকার বাসায় অভিযান চালিয়ে ৬৭ ব্যাগ চাল উদ্ধার করা হয়। প্রতি ব্যাগে পাঁচ কেজি করে চাল রয়েছে। চালগুলো জব্দ করা হয়েছে। তবে ওই শিক্ষিকা দাবি করেছেন, এসব চাল অসহায়দের মাঝে বিতরণের জন্য কিনে প্যাকেট করে রেখেছেন তিনি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

আতিকুর রহমান/এএম/এমকেএইচ