দেশজুড়ে

এবার পুরো মাদারীপুর লকডাউন

এবার পুরো মাদারীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন। আজ রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলেও জানানো হয়েছে। এর আগে জেলার তিনটি উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছিল।

Advertisement

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আদেশের বলে জেলা থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না এবং অন্য জেলা থেকে এ জেলায় কেউ প্রবেশ করতে পারবেন না। এমনকি আন্তঃউপজেলায় যাতায়াতও এ সময় সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়া জেলায় সব ধরনের গণপরিবহন, নৌপথ ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী এবং সরকার কর্তৃক সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা এর আওতাবহির্ভূত থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, এর আগে গত ১৯ মার্চ শিবচর উপজেলা এবং ১২ এপ্রিল রাজৈর ও কালকিনি উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়। জেলার চারটি উপজেলার মধ্যে সদর উপজেলা লকডাউন ছিল না। এবার পুরো জেলাই লকডাউনের আওতায় আনা হলো।

Advertisement

নাসিরুল হক/এফএ/এমকেএইচ