মুন্সিগঞ্জ সদর উপজেলায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার সকালে চরাঞ্চলের খাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে ওই গ্রামের আফজাল ফকির ও মিনার হোসেনের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় কয়েকজন আহত হন। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল বিস্ফোরণের প্রমাণ পেয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, খাসকান্দি গ্রামের আফজাল ফকির ও মিনার হোসেনের গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে কয়েকদিন আগে উভয় গ্রুপের সংঘর্ষ হয়। পরে মামলা হয়। এরপর থেকে মিনার হোসেনের লোকজন বাড়িছাড়া ছিল।
Advertisement
ওসি বলেন, বৃহস্পতিবার সকালে মিনার হোসেনের লোকজন বাড়িতে উঠতে গেলে প্রতিপক্ষ আফজালের লোকজন বাধা দেয়। এতে হামলা-পাল্টা হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। তবে ককটেল বিস্ফোরণের আলামত জব্দ করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমকেএইচ